করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা প্রদানের জন্য নতুন করে বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে পিরোজপুরে। আজ বুধবার সিভিল সার্জনের কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ চিকিৎসা সামগ্রী সিভিল সার্জনের কাছে তুলে দেন।
এর মধ্যে রয়েছে ৪ হাজার পিস পিপিই, ৪ হাজার পিস এন৯৫ মাক্স, ২ হাজার পিস সার্জিক্যাল মাক্স, ৬০টি রেমডিসিভি, ২ হাজার পিস গ্লাভস, ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, ২০টি পালস অক্সিমিটার, ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটরসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম।
পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, ‘প্রধানমন্ত্রী কার্যলয়ের সহযোগিতায় একদিনের মধ্যে করোনা চিকিৎসার অতি প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছেছে। এর ফলে পিরোজপুর জেলায় করোনা রোগীদের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে এবং করোনা প্রতিরোধে হাসপাতালগুলো আরও ভালো ভাবে কাজ করতে পারবে।’
উল্লেখ্য, গত বছরের ১০ মার্চ থেকে এ পর্যন্ত পিরোজপুরের ৭টি উপজেলায় ১ হাজার ৫০৪ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৬৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২২৫ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।