পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোরো ধান কাটার শ্রমিক প্রেরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ এর নেতৃত্বে বোরো ধান কাটার জন্য বাস সার্ভিসের মাধ্যমে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ৩০ জন শ্রমিক প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় এবং মন্ত্রনালয় সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন এলাকায় বোরো ধান কাটার জন্য শ্রমিক পাঠানো অব্যাহত থাকবে ।