পিরোজপুর সদর উপজেলার রায়ের কাঠি গ্রামের দরিদ্র কৃষক রতন ঢালীর ১ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। রবিবার সকালে পিরোজপুর রায়ের কাঠি গ্রামে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু ও যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শিকদারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধান কেটে দেন।
কৃষক রতন ঢালী জানান, ধানে পাক ধরলেও শ্রমিক সংকটের কারণে ধানকাটা নিয়ে চিন্তিত ছিলাম। এর সাথে শ্রমিকের দাম বেশি। লকডাউনে থাকায় নগদ টাকাও নেই। শ্রমিক খাটালেও ধান বিক্রি করে টাকা দিতে হতো। সেখানে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা খবর পেয়ে এসে অনুমতি নিয়ে ধান কেটে ঘরে তুলে দিয়ে গেছে।