বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ

 ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে তাজ সুপার আইসক্রিম নামের একটি আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে কারখানাটিতে অবৈধ কেমিক্যাল ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করার আলামত পাওয়া যায়।

এছাড়াও বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ ও ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

সোমবার (৩ মে) উপজেলার লঞ্চঘাট বাজারে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন আইসক্রিম তৈরি, পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে ভোক্তা-অধিকার আইন-২০০৯ অনুযায়ী তাজ সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. রুস্তম আলী হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech