পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে দুই মাহেন্দ্র (থ্রি-হুইলার) উল্টে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার গাওখালীর বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনায় মো. আলী (৪০), তরিকুল ইসলাম শেখ (২৪), ফারুক শেখ (৩০), সাইদুল ইসলাম (৩৮), মাইনুল ইসলাম (১৩), সুরুজ আলী (৪৩), সোবাহান (৬৫), আমান উল্লাহ (৮), সালেহা বেগম (৬০) ও দুই মাহেন্দ্রর চালক তরিকুল ইসলাম ও মো. শরিফসহ ১৩ জন আহত হয়েছেন।
জানা যায়, যাত্রী নিয়ে নাজিরপুর থেকে বৈঠাকাটার উদ্দেশে যাচ্ছিলো একটি মাহেন্দ্র। পথে গাওখালীর বেলতলা এলাকায় মাহেন্দ্রটি পৌঁছলে পেছন থেকে আরেকটি মাহেন্দ্র ওভারটেকের সময় ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি উল্টে চালকসহ সাতজন আহত হন। ওভারটেকের সময় ধাক্কা দেওয়া মাহেন্দ্রটিও সামনে গিয়ে উল্টে যায়। এতে ওই মাহেন্দ্রটির চালকসহ ৬ জন আহত হন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এএইচএম মোস্তাফা কায়সার বাংলানিউজকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের ভর্তি নেওয়া হয়েছে।