আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসের সুরক্ষা টিকার সংঙ্কট থাকায় দ্বিতীয় ডোজ টিকা পাবে না আমতলী উপজেলার ১০০০ মানুষ। এতে ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে পরবেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দ্বিতীয় ডোজ টিকা সরবরাহের দাবী জানিয়েছেন সচেতন নাগরিক মোঃ আবুল হোসেন বিশ^াস।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে সুরক্ষায় সরকার গত ৭ ফেব্রুয়ারী টিকাদান কর্মসুচী শুরু করে। আমতলীতে গত ৩ এপ্রিল প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়। উপজেলার ৫ হাজার ৭’শ ৭২ জন মানুষ প্রথম ডোজ স্বাস্থ্য সুরক্ষা টিকা নিয়েছেন। গত ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু করে আমতলী উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত দের মাসে আমতলীর ৪ হাজার ১ ’শ ৮৩ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এক হাজার ৫’শ ৮৯ মানুষ দ্বিতীয় ডোজ টিকা নেয়া বাকী আছে। খোজ নিয়ে জানাগেছে, হাসপাতালের স্টোরে ৫৩ ভায়েল টিকা রয়েছে। এতে ৫৩০ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা দিতে পারবেন। দ্রুত টিকা সরবরাহ না হলে উপজেলার এক হাজার ৫৯ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা দেয়া থেকে বঞ্চিত হবেন।
আমতলী পৌর নাগরিক কমিটির সভাপতি সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস বলেন, হাসপাতালে টিকার সংঙ্কট থাকায় প্রথম ডোজ টিকা নেয়া এক হাজারের বেশী মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবেন না। এতে তারা স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে পরবে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমতলীতে টিকা সরবরাহের দাবী জানাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, দ্বিতীয় ডোজ দিকার সংকর রয়েছে। ইতিমধ্যে ৪ হাজার ১’শ ৮৩ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, স্টোরে ৫৩ ভায়েল টিকা রয়েছে। এতে ৫’শ ৩০ জন মানুষকে দেয়া যাবে। টিকা সংঙ্কটের কথা উধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে টিকা না আসলে অন্তত এক হাজারের বেশী মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া যাবে না।