উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন, জেলা ডেইরী ফার্ম এ্যাসোসিয়েশসের সভাপতি শংকর মুখার্জী, সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।
মেলায় সদর উপজেলার অর্ধশত খামরী তাদের উন্নত জাতের গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর ও বিভিন্ন প্রজাতির সৌখিন প্রাণি নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। এ ছাড়াও প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন প্রযুক্তি প্রাণিজাত পন্য, খাদ্য ও ঔষধের ষ্টল এবং বিভিন্ন প্রণির টিকা, চিকিৎসাসেবাসহ লালন পালন বিষয়ক সেবা পরামশ।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতার যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।