বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ফিলিস্তিন রাষ্ট্রদূতের কাছে ছারছীনা দরবার শরীফের পক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

ফিলিস্তিন রাষ্ট্রদূতের কাছে ছারছীনা দরবার শরীফের পক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

গতকাল বৃহস্পতিবার বিকালে আমীরে হিযবুল্লাহ্ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মাদ মোহেব্বুল্লাহ ছাহেবের পক্ষ হতে তাঁর বড় ছাহেবজাদা হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইনের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে রাষ্টদূতের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও বাইতুল মুকাদ্দাস জবরদখলের বিষয়ে তীব্র নিন্দা জানান। এ সময়ে তারা ফিলিস্তিনের শাহাদাত বরণকারীদের পরিবার, যুদ্ধাহত ও বাস্তহারা জনগণের ত্রাণ বাবদ আর্থিক সহায়তার একটি চেক রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন।
এক বিবৃতিতে শাহ্ হুসাইন বলেন, আমাদের এ আর্থিক সহায়তার ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাআল্লাহ্। এ সময়ে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদীদের দখলমুক্ত হবার বিষয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech