বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কুয়াকাটায় ধসে পরলো নির্মাণাধীন ব্রীজ: কর্তৃপক্ষের গাফিলতি

কুয়াকাটায় ধসে পরলো নির্মাণাধীন ব্রীজ: কর্তৃপক্ষের গাফিলতি

কুয়াকাটা প্রতিনিধি :
কুয়াকাটায় ভেঙে পড়লো নির্মাণাধীন সেতু। কুয়াকাটার দোভাষী পাড়া খালের উপর নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে পড়েছে।
আজ রবিবার ২৭ জুন সকাল ৯ ঘটিকায় এ ঘটনা ঘটেছে।এলজিডির আঞ্চলিক সেতু নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ২ কোটি ৭০ লাখ টাকায় এই সেতু তৈরি করা হচ্ছিলো।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ করায় এমনটি হয়েছে। এলাকাবাসীরা জানান, সকাল ৯ ঘটিকার দিকে আমরা সেতু এলাকায় বিকট শব্দ শুনতে পাই। তখন গ্রামের সবাই মিলে গিয়ে দেখি পুরো সেতু ভেঙে খালে পড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনী।
গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বলেন, পুরো সেতুর মধ্যভাগে কোনও পিলার নেই। তাই ভেঙে পড়েছে বলে তাদের ধারণা । নির্মাণ শেষ হওয়ার আগেই সেতু ভেঙে পড়ায় এর পুরো কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।
স্থানীয় বাসিন্দা ওমর আল সাদ্দাম মাল জানান, নিম্নমানের রট , নিম্মমানের বালু , নিম্নমানের সিমেন্ট ব্যবহার করার ফলে এই সেতুটি ধসে পড়েছে। সেতুটি কাজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে তার কাজ খুব ধীরগতি ও নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করেছে বলেই সেতুটি ভেঙে গেছে। সরকারের উচিত এদের বিচারের মধ্যে নিয়ে আসা। সরকারের কোটি কোটি টাকা খরচ করা উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না । কর্তৃপক্ষের গাফিলতির কারণে এমন হয়েছে। এ ঘটনায় দায়ীদের শাস্তি চাই ।
ঠিকাদারি প্রতিষ্ঠান খান ট্রেডার্স এর পরিচালক আল মামুন জানান ,গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। কাজে কোনো ধরনের অনিময় হয়নি বলে দাবি করেন তিনি। পৌর মেয়র বলেন তদন্ত করে কোন অনিয়ম পাওয়া গেলে ব্যাবস্থা নেখয়া হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech