কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজী (৩৫) কে বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয়ার মামলায় তিন নম্বন আসামী মো: জহিরুলকে গ্রেফতার করেছে।
বুধবার রাতে কলাপাড়া থানা পুলিশ তাকে মহিপুর থেকে গ্রেফতার করে। এ ঘটনায় রোববার (২৭ জুন) টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে হাসান গাজীর বাবা মো. আ. খালেক গাজী মামলা কলাপাড়া থানায় মামলা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে (২৪ জুন) চাকামইয়া ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি হাসান গাজীকে (৩৫) বাবার সামনে দুই হাতের কব্জি বরাবর রগ কেটে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা। কলাপাড়া বাস স্ট্যান্ডের চৌরাস্তায় হাসানকে তার বাবার সামনেই বেধড়ক কোপানো হয়েছে। হাসান তার বাবার সঙ্গে পূর্ব চাকামইয়া গ্রামের বাড়িতে যাচ্ছিল। স্থানীয়রা তাকে শঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে সে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।