মহামারি করোনা পরিস্থতিতে লকডাউনের দ্বিতীয় দিনে পটুয়াখালীর কলাপাড়ায় কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী। বিনা কারণে বাইরে বের হলে করা হচ্ছে জরিমানা আদায়।স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার সকালে ১৩ জনকে জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পৌর শহর ও কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। মোট ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, করোনা পরিস্থিতিতে কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।