সহকারী শিক্ষকের ১১তম গ্রেড এবং প্রধান শিক্ষকের ১০ম গ্রেড নির্ধারনের দাবিতে চার দিনের কর্মসূচী ঘোষনা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। রোববার বেলা সাড়ে ১২টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষনা করেন কলাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম পলাশ।
আগামী ১৭ অক্টোবর কলাপাড়ার ১৭৩টি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি ছাড়াও ১৪ থেকে ১৬ অক্টোবর অর্ধদিবস কর্মবিরতি ঘোষনা করা হয়। এ সময়ের মধ্যে তাঁদের দাবি মানা না হলে আগামী ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান।
সংবাদ সম্মলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্ঠা মো.আবুল হোসেন। এ সময় উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। লি