আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিক নামের এক মিশুক চালক নিহত হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার রাতে গোলবুনিয়া গ্রামে।
জানাগেছে, উপজেলার গোলবুনিয়া গ্রামের আবুল কাসেমের ছেলে মিশুক চালক সিদ্দিক সোমবার রাতে নিজের ঘরে গাড়ীর ব্যাটারীতে চার্জ দিতে যায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢোবায় পড়ে যান। তার ডাক চিৎকার শুনে দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক মোঃ শাহাদাত হোসেন তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত মিশুক চালকের স্ত্রী রওশন আরা কান্নাজনিত কন্ঠে বলেন, মিশুকের ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে আমার স্বামী মারা গেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহাদাত হোসেন বলেন, সিদ্দিককে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পবিরারের দাবীর প্রেক্ষিতে সিদ্দিকের মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।