বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ জনকে ৬২,৪৫০ টাকা অর্থ দন্ড

কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ জনকে ৬২,৪৫০ টাকা অর্থ দন্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
করোনা সংক্রমন রোধে বিধি নিষেধ অমান্য করায় পটুয়াখালীর কলাপাড়ায় ২২জনকে ২৩,১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল ১১:৪৫ থেকে ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে পৌরশহরের নতুন বাজার, নাচনা পাড়া চৌরাস্তা ও মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনে ২৪(২) ধারা মতে ১৫ জনকে ১৪,০০০ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬, ৭২, ৭৫ ও ৭৬ ধারা মতে ৭জনকে ৯,১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
এর আগে শুক্রবার সকাল ১১:১৫ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মহিপুর বাজার ও আলীপুর বাজারে অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনে ২৪(২) ধারা মতে ১৫ জনকে ৯,০৫০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার সকাল ১১:৪০ থেকে ২:১৫ পর্যন্ত মহিপুর বাজার ও আলীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একই ধারায় ২৪ জনকে ৩০,৩০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, ’করোনা সংক্রমন ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান। সরকারী ঘোষিত বিধি নিষেধ পালনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech