কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছেন কলাপাড়া উপজেলা প্রশাসন। রবিবার সকাল ৮টায় কলাপাড়া উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতাবেক তালুকদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান প্রমূখ।
সকাল ১১ টায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সভাপতিত্বে মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, আওয়ামী লীগ নেতা সৈয়দ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন প্রমূখ। এছাড়া বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবীর। সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শামসুল আলম, সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস, জীবন কুমার মন্ডল, আমল মুখার্জী, অশোক মুখার্জী, জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু।