গ্রাম পর্যায়ে নারী ও শিশুদের স্বাস্থ্য ও মানসিক উন্নয়নে পিরোজপুরে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪০ জন নারী ও পুরুষদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টশন কর্মশালার আযোজন করে জেলা তথ্য অফিস।
কর্মশালায় নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, কিশোরীদের মাসিক সমস্যা, যৌতুক ও বাল্যবিবাহ, দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা ইত্যাদি সামাজিক সমস্যা থেকে মুক্তি ও সচেতনতায় আলোচনা করা হয়। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজওয়ানুর আলম, ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন।