জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যাললয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। প্রধান আলোচক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।
স্বাগত বক্তব্য রাখেন কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক তাসনিম যেরিনের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন সংযুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। বঙ্গবন্ধু মাত্র সাড়ে ৩ বছরে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেছেন। বঙ্গবন্ধু দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকায় প্রায় সাড়ে ৩ হাজার সাইক্লোন শেল্টার নির্মাণ করেছিলেন। উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবেলা ও গবাদি পশু সুরক্ষায় মাটির উঁচু ঢিপি নির্মাণ করেন। যা মুজিব কেল্লা নামে পরিচিত। নদীর প্রবাহ ঠিক রাখতে নদীখনন, পরিকল্পিত বাঁধ নির্মাণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়ন এবং দুর্যোগ সহনশীল চাষাবাদ ব্যবস্থা প্রবর্তনেও বঙ্গবন্ধুর অবদান রয়েছে।