শামীম আহমেদ ॥
দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’র রোগ মুক্কি সুস্থতা কামানা করে বরিশাল মহানগর বিএনপি ও মহানগর ছাত্রদল পৃথকভাবে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে দোয়া মোনাজাতের আয়োজন করে।
আজ মঙ্গলবার (১৬) নভেম্বর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে আছর বাদ এ দোয়া মোনাজাত পূর্বক আলোচনা অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় মনিরুজ্জামান খান ফারুক বলেন, ও সদস্য সচিব মীর জাহিদ বলেন বর্তমান ভোটারবিহীন সরকার রাস্ট্রযন্ত্র ব্যাবহার করে আজ দেশের মানুষকে জিম্মী করে রেখেছে।
দেশে প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি বাড়ার কারনে সাধারন অসহায় জণগনের মধ্যে নাভিশ্বাষ উঠেছে।
অন্যদিকে সরকার সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা সেবা পাওয়ার মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ চালানোর নামে লুঠপাটের রাজত্ব কায়েম করেছে।
তাই আগামী আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকেই সরকার পতনের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহবান জানা।এসময় তিনি আরো বলেন বিএনপি সিনিয়র ভাইচ চেয়ারম্যান তারেক রহমান আমাদের উপর যে দায়ীত্ব দিয়েছে আমরা সকলেই এক হয়ে দলের স্বার্থে পালন করব।
এসময় আরো বক্তব্য উপস্থিত ছিলেন ১নং যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল। এখানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর মহিলাদল নেত্রী শামিমা আকবর, মহানগর জাসাস আহবায়ক মীর আদনান তুহিন, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, আরমান সিকদার মহানগর যুবদল ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড,মাজহারুল ইসলাম জাহান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ,সাবেক ছাত্র নেতা আ.ন.ম সাইফুল আহসান আজিম, খন্দকার আবুল হোসেন লিমন, জাহিদ হোসেন,আরিফুর রহমান বাবু,এ্যাড তছলিম উদ্দিন, মারুফ হোসেন,বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাড, সাদিকুর রহমান লিঙ্কন সহ বিভিন্ন মহানগরের মহিলাদল ও অঙ্গ সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেন।
এরপরই একই স্থানে বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে ও সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। এসময় মহানগর ছাত্রদলের বিভিন্ন প্রর্যায়ের সদস্যরা দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করা সহ বিএনপি থেকে যারা চিরস্থায়ী বিদায় চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
এছাড়া দেশে ব্যাপি কেন্দ্রীয় বিকএনপি কর্মসূচির অংশ হিসাবে তেল,কোরোসিন,ডিজেল,গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির মাধ্যমে পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং গণদুশমন আওয়ামী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারন মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডের নেতা কর্মীদের হাতে বিতরন করার জন্য লিফলেট প্রদান করা হয়।