সোমবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক ওমর ফারুক বাদী হয়ে আলাদা দু’টি মামলা করেন।
মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, তিনি কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরণী দাখিল করেছেন। এই সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে তার জ্ঞাত আয় বহির্ভূত দুই কোটি ১৪ লাখ ৬৯ হাজার ২৪০ টাকা মূল্যের সম্পদ পাওয়া গেছে, যা তিনি গোপন করে ভোগ দখল করছেন।
এদিকে, মতিয়ার রহমানের স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধেও মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরণী দাখিল করে একই পরিমাণ সম্পদ গোপন করার অভিযোগ রয়েছে।