আমতলী প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, চিত্রাঙ্গণ প্রতিযোগীতা, আলোচনা সভা, কোরানখানি, মিলাদ মাহফিল ও উন্নত মানের খাবার বিতরন।
বৃহস্পতিবার সকাল ৭ টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্মৃতি স্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিস, পৌরসভা, সহকারী কমিশনার (ভুমি), আমতলী থানা, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। পরে একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে কুজকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, ওসি একেএম মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকটে এমএ কাদের মিয়া। ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আখতারুজ্জামান বাদল খান, সোহেলী পারভীন মালা ও অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ।