আমতলী প্রতিনিধি ॥ ইলিশ প্রদান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আমতলী উপজেলা মৎস্য অফিস গত ১২ দিনে পায়রা নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার ৮’শ মিটার জাল জব্দ করেছে। এ জব্দকৃত জাল পুড়িয়ে ফেলেছে মৎস্য বিভাগ। যার আনুমানিক মূল্য সাড়ে ২৪ লক্ষ টাকা।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, ইলিশ প্রদান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান গত ৯ অক্টোবর শুরু হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসন মা ইলিশ রক্ষায় পায়রা নদীতে অভিযান চালায়। গত ১২ দিনে নদী থেকে ৭০ হাজার ৮’শ মিটার জাল জব্দ করেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ২৪ লক্ষ টাকা।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুবুল আলম বলেন, গত ১২ দিনে পায়রা নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার ৮’শ মিটার জাল জব্দ করেছি। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।