ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা কারাগারে বন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করেছে কারা কর্তৃপক্ষ। আজ সকাল ৯টায় কারা অভ্যন্তরে ঈদের জামাত শেষে কারাধ্যক্ষ আবু ইউসুফ বন্দীদের সাথে কুশল বিনিময় করেন। সকালে ফিরনি ও মুড়ি পরিবেশন করা হয়। দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। কারাধ্যক্ষ আবু ইউসুফ বলেন, উন্নতমানের খাদ্য ছাড়াও ঈদ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বরগুনা জেনারেল হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের মধ্যেও উন্নতমানের খাদ্য পরিবেশন করা হয়।
বরগুনা শিশু পরিবার, শেখ রাসেল শিশু-কিশোর কেন্দ্র, দৃষ্টি প্রতিবন্ধী একাডেমীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।