বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিরল নীল রঙের একটি গলদা চিংড়ি ধরা পড়ল জেলের জালে

বিরল নীল রঙের একটি গলদা চিংড়ি ধরা পড়ল জেলের জালে

অনলাইন ডেস্ক:

অত্যন্ত বিরল নীল রঙের একটি গলদা চিংড়ি ধরা পড়ল জেলের জালে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের উপকূলে একজন জেলে নীল রঙের চিংড়িটি ধরেন।

সাধারণত বেশিরভাগ গলদা চিংড়ি বাদামি অথবা লাল রঙের হয়। ইউনিভার্সিটি অব মেইনির লবস্টার ইনস্টিটিউটের মতে, নীল গলদা চিংড়ি অত্যন্ত বিরল। এ ধরনের চিংড়ি ২০ লাখের মধ্যে একটি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে।

জিনগত অস্বাভাবিকতার কারণে গলদা চিংড়ির রঙ নীল হয়। আর অন্যান্য চিংড়ির তুলনায় নীল গলদার শরীরে বিশেষ ধরনের প্রোটিন বেশি উৎপাদন হয়।

বিরল চিংড়ির ছবি টুইটারে শেয়ার করে সুইডিশ চিকিৎসা বিজ্ঞানী লার্স-জোহান লারসন বলেছেন, চিংড়িটি যাতে আরও বড় হয়, সেজন্য পানিতে ছেড়ে দেওয়া হয়েছে।

লারসনের টুইটটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে তার এই টুইটে লাইক পড়েছে সাড়ে ৫ লাখের কাছাকাছি এবং রিটুইট করা হয়েছে ৪৬ হাজারের বেশি। রিটুইটে অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, হায় ঈশ্বর! আমি জীবনে এটা দেখিনি… লালের বদলে আশ্চর্যজনক নীল….।

অপর একজন রসিকতা করে লিখেছেন, ‘আপনি জানেন বন্ধুরাও এ রকম, ওহ ফ্র্যাঙ্ক এখানে আসো! সে সবসময় ধরা পড়ে এবং তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ সে নীল!’

এমন বিরল নীল রঙের চিংড়ি আগেও ধরা পড়েছিল বলে দাবি করেছেন কেউ কেউ।

একজন দাবি করেছেন , লং আইল্যান্ড সাউন্ডে ১৯৯৩ সালের গ্রীষ্মের সময় তিনি এমন নীল রঙের একটি গলদা ধরেছিলেন। এটা দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সেই চিংড়িটি একটি অ্যাকুয়ারিয়ামে দান করেছেন, যাতে সেটি দীর্ঘসময় বাঁচতে পারে।

আরেকজনের দাবি, ‘আমরা ১৫ বছর আগে নর্থ হ্যাভেনে একটি নীল গলদা চিংড়ি ধরেছিলাম। আমরা এটিকে ছেড়েও দিয়েছি।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech