শামীম আহমেদ ॥
ঘরে এক ছেলে ও নয়জন মেয়ে। ব্যাটারিচালিত ভ্যানে করে ডেকোরেটরের মালামাল আনা-নেয়ার কাজ করে স্ত্রীসহ ১২ সদস্যর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আলমগীর হাওলাদার (৪৮)।
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর এলাকার নতুন শিকারপুর নামকস্থানে গত ১১ জুলাই বিকেলে বেপরোয়াগতির একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আলমগীর। তার মৃত্যুর মধ্যদিয়ে পুরো পরিবারটি অন্ধকারে নিমজ্জিত হলো। একটি বাসের বেপরোয়াগতি ১০ সন্তানকে এতিম করে দিয়েছে। নিহত ভ্যানচালক আলমগীর হাওলাদার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মোঃ বেলাল হোসেন জানান, ঘটনার পর পরই ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।