বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

আগামী চার বছরে বাংলাদেশের যত খেলা

আগামী চার বছরে বাংলাদেশের যত খেলা

স্পোর্টস ডেস্ক : 
ক্রিকেটে চলতি বছর খুব ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। আগামী চার বছরের চক্রেও থাকবে এই ব্যস্ততা। আন্তর্জাতিক ক্রিকেটের আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচি (ফিউচার ট্যুর প্ল্যান-এফটিপি) প্রায় চূড়ান্ত করার পথে আইসিসি।

যেখানে আগামী দুই চক্র মানে ২০২৩ সাল থেকে ২০২৫ এবং ২০২৫ সাল থেকে ২০২৭ পর্যন্ত সব মিলিয়ে মোট ১৪৪টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদন অনুসারে, আগামী চার বছরের দুই চক্রে মোট ৩৪টি টেস্ট পাবে বাংলাদেশ দল। এর মধ্যে ২০২৩-২০২৫ চক্রে ছয়টি সিরিজ এবং ২০২৫-২০২৭ চক্রে থাকছে আরও ছয়টি টেস্ট সিরিজ।

দুই চক্রে সর্বোচ্চ ৪২টি টেস্ট খেলবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া পাবে ৪১টি আর ভারত পাবে ৩৮টি টেস্ট এবং নিউজিল্যান্ড পাবে ৩২টি।

এ ছাড়া এই চার বছরে ৫৯ ওয়ানডে এবং ৫১টি টি-টোয়েন্টি পাবে বাংলাদেশ। চাইলে দেশগুলো নিজেদের মধ্যেও আলোচনা করে সিরিজ আয়োজন করতে পারবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ যাবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফরে।

দ্বিতীয় চক্রে অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলতে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। এই চক্রে সিরিজ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আর নিজেদের মাঠে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech