বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ফাইনালের আগে ভারতকে যে বার্তা দিল দক্ষিণ আফ্রিকা

ফাইনালের আগে ভারতকে যে বার্তা দিল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক :
অল্প কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। মহারণে আজ শনিবার (২৯ জুন) মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতকে আগে দেখা গেলেও দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম।

ইতিহাস গড়ে ফাইনালে উঠেছে এইডেন মার্করামের দলটি। পুরো আসরে অপ্রতিরোধ্য দক্ষিণ আফ্রিকা হারেনি একটি ম্যাচেও। ফাইনালেও জয়ের মানসিকতাই থাকবে তাদের। প্রতিপক্ষ যারাই হোক, প্রোটিয়ারা লড়তে জানে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটিই জানান প্রোটিয়া অধিনায়ক।

মার্করাম বলেন, ‘আমরা প্রথমবার ফাইনালে এসেছি। আমাদের এই দলটা একসঙ্গে অনেকদিন ধরে খেলছে। সবার মধ্যে বোঝাপড়া ভালো। ফাইনালের অভিজ্ঞতা নেই আমাদের। প্রতিপক্ষও শক্তিশালী। এসব নিয়ে ভীত নই। আমরা গ্রুপ পর্বে বেশ কিছু কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতেছি। আত্মবিশ্বাস আছে, যেকোনো অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর।’

ফাইনাল এমন এক ম্যাচ, যেখানে পরিসংখ্যান ও অতীত ইতিহাস ছাপিয়ে শক্তি-সামর্থ্যে যারা নিজেদের প্রমাণ করতে পারবে, শিরোপা তাদের। দুই অপরাজিত দলের জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল দুটি মুখোমুখি হচ্ছে ফাইনালে।

বার্বাডোজের কেনসিংটন ওভালে ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় আজ রোববার (২৯ জুন) রাত সাড়ে ৮টায়। তবে, ম্যাচে রয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বৃষ্টি হওয়ার শঙ্কা ৫০ শতাংশ। ফাইনালের জন্য অবশ্য রাখা আছে রিজার্ভ ডে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech