ডেস্ক রিপোর্ট :
কাগজে-কলমে বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ এটি। ১৭ বছর পর সুপার এইটে উঠেছে দল। গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতেই জিতেছে। তবু, এই আসরই সবচেয়ে বেশি সমালোচিত করেছে বাংলাদেশকে। চোখে আঙুল দিয়ে দেখিয়েছে নিজেদের ব্যর্থতা।
সাফল্য-ব্যর্থতার অম্লমধুর স্মৃতি নিয়ে বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় দেশের মাটিতে পা রাখে দল। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানরা ফিরলেও ফেরেননি বিদেশি কোনো কোচ।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বাকিরা রয়ে গেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। দুই সপ্তাহের ছুটি পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। এরপর যোগ দেবেন অনুশীলন ক্যাম্পে। আগে থেকেই চলছে যে ক্যাম্প। এর মধ্যে কিছু খেলোয়াড় ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর হয়েছে এবার। বাংলাদেশ মোট সাত ম্যাচ খেলে তিনটিতে জিতেছে। প্রতিটি জয়ই এসেছে গ্রুপপর্বে। এরপর ওঠে সুপার এইটে। সেখানে ঘটে ভরাডুবি। তিন ম্যাচের প্রতিটিতে হারে। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে সেমি ফাইনালে যাওয়ার সুযোগ ছিল। অথচ, চেষ্টাই করেনি শান্তবাহিনী।