বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

এবার দেশের বাইরে যাচ্ছে ‘পরাণ’

এবার দেশের বাইরে যাচ্ছে ‘পরাণ’

বিনোদন ডেস্ক : 
ঈদুল আজহায় মুক্তি পাওয়া তিন সিনেমার মধ্যে শীর্ষে অবস্থান করছে রায়হান রাফীর ‘পরাণ’। সাফল্যের ধারাবাহিকতায় ১১ থেকে দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে দেদারসে চলছে লাইভ টেকনোলজিস প্রযোজিত এ সিনেমা ।

শনিবার স্পেশাল প্রিমিয়ারে উপস্থিত ছিলেন লাইভ টেকনোলজিসের পরিচালক ও ‘পরাণ’র প্রযোজক ইয়াসির আরাফাত। তিনি এ সিনেমার আপডেট নিয়ে বলেন, ‘পরাণ’ দেখার জন্য দেশের বাইরের দর্শকরা অনেক আগ্রহী হয়েছেন। বিদেশী পরিবেশকরা পরাণ প্রদর্শন করতে চাইছেন। শিগগিরই ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই, কানাডাতে মুক্তি পাবে ‘পরাণ’। বর্তমানে বিদেশে মুক্তির চুক্তির প্রক্রিয়ায় আছে।

প্রযোজক ইয়াসির আরাফাত আরও বলেন, পরাণ ঈদের মুক্তির পর সাফল্যের সাথে সিনেমা হলগুলোতে চলছে। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। দর্শক আমাদের সিনেমা গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞতা

ঈদের আলোচিত এ সিনেমার স্পেশাল শো অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে। রাজধানীর মিরপুরের সনি সিনেপ্লেক্সে এই শো-তে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন, শাবনাজ, আরিফিন শুভ, সিয়াম, মিশা সওদাগর, নিরব, পূজা চেরী, মাহি, তমা মির্জা, দীঘি, মনিরা মিঠু, জাজের চেয়ারম্যান ও প্রযোজক আব্দুল আজিজ, পরিচালক সোহানুর রহমান সোহান, নুরুল আলম আতিক, বদিউল আলম খোকন, আশফাক নিপুন, বুলবুল বিশ্বাসসহ অনেকে। প্রত্যেকেই সিনেমাটি উপভোগ করেন। পাশাপাশি ছিলেন ‘পরাণ’র শিল্পী বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, রাশেদ মামুন অপু ও পরিচালক রায়হান রাফী।

তবে এই স্পেশাল শো-তে এসে বিশেষভাবে নজর কাড়েন পরীমনি। অন্তঃসত্ত্বা হলেও স্বামী শরিফুল রাজের সাফল্যে ছুটে হলে চলে এসেছিলেন পরী। একসঙ্গে পুরো সিনেমা দেখেন তিনি।

সিনেমা হলে ‘পরাণ’ পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র। সেই সূত্রে জানা যায়, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই স্টার সিনেপ্লেক্সে সবগুলো শাখা মিলিয়ে রেকর্ড পরিমাণ শো চলছে পরাণ’র। পাশাপাশি ঢাকার সবগুলো সিঙ্গেল স্ক্রিনে চলছে পরাণ, যা এবারই প্রথম কোনো সিনেমার ক্ষেত্রে হল। ঢাকার সব সিনেমা হলে চলছে ছবিটি। একইসঙ্গে দেশের বড় বড় হলগুলোতে মিলিয়ে মোট ৫৫ সিনেমা হলে চলছে পরাণ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech