কাউখালী প্রতনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোছা. খালেদা খাতুন রেখা। গতকাল তিনি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম অফিস করেন। বিকালে তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এর আগে গত ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে খালেদা খাতুন রেখাকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে খালেদা খাতুন রেখা গত ২১ অক্টোবর পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। তিনি এর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বদলি হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রফিকুল হক।