আন্তর্জাতিক ডেস্ক :
ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাজ্য প্রতিদিন যুদ্ধ নিয়ে গোয়েন্দা তথ্য প্রকাশ করছে। সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে—ইউক্রেনের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে প্রধান হুমকি মনে করছে রাশিয়া।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য—রাশিয়া নিশ্চিতভাবে বুঝতে পেরেছে, ইউক্রেনের অ্যান্টি শিপ মিসাইল (জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র) তাদের প্রধান হুমকি। ইউক্রেনের এই অস্ত্র কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজের কার্যকারিতা বাধাগ্রস্ত করছে।
যুক্তরাজ্যের দাবি, ইউক্রেনের অ্যান্টি মিসাইল রাশিয়ার সার্বিক আক্রমণ পরিকল্পনা নস্যাৎ করছে। ওডেসা বন্দর দখল করতে মস্কো জোরালভাবে উভয়চয় আক্রমণ করতে পারছে না। ইউক্রেনের অ্যান্টি শিপ মিসাইল ধ্বংসে রাশিয়া অগ্রাধিকার দেবে বলেও মন্তব্য যুক্তরাজ্যের।