আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে কয়েক দশকের মধ্যে ভয়াবহতম বন্যায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়—কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলের অ্যাপ্পালাচিয়া এলাকায় বন্যায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত ছয়টি শিশু রয়েছে। এক জনের বয়স এক বছর।
অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বিসির জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শত শত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ডুবে গেছে। অন্তত ৩৩ হাজার মানুষ বিদ্যুৎহীন জীবনযাপন করছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেন্টাকির এ বন্যাকে ‘গুরুত্বপূর্ণ দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও উদ্ধারকারী এজেন্সিকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, পরিবেশ বিজ্ঞানীরা বলছেন—জলবায়ু পরিবর্তন কেন্টাকি বন্যার মতো পরিবেশকে আরও চরম প্রাকৃতিক দুর্যোগের দিকে নিয়ে যাবে।