স্পোর্টস ডেস্ক :
২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের আসর। দল ঘোষণার শেষ সময় ছিল ৮ আগস্ট মানে আগামী সোমবার। তবে চোটের কারণে বিধ্বস্ত বিসিবি। দল ঘোষণা করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
তাই বিসিবির অনুরোধ আমলে নিয়ে বাংলাদেশের দল ঘোষণার সময় আরও দুদিন বাড়িয়েছে এশিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-এসিসি। বিসিবির প্রধান নির্বাহীও গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী বৃহস্পতিবারের (১১ আগস্ট) মধ্যে তারা এশিয়া কাপের দল ঘোষণা করবেন।
লিটন দাস, নুরুল হাসান সোহান, শরীফুল ইসলাম, মোস্তাফিজ, ইয়াসির আলি রাব্বিসহ চোটগ্রস্ত ক্রিকেটারের তালিকাটা একেবারে নাতিদীর্ঘ নয়।
ওয়েস্ট ইন্ডিজ সফরে মেরুদণ্ডে চোট পেয়েছিলেন ব্যাটার ইয়াসির আলী রাব্বি। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে ছিলেন না ফিট। জিম্বাবুয়ে সফরে চোটে পড়েন নুরুল হাসান সোহান।
সেই খবরের টাল সামলানোর আগেই আরেক খবর, হ্যামস্ট্রিং চোটে লিটন দাস মাঠের বাইরে। তারও সেরে উঠতে তিন-চার সপ্তাহ লাগবে। মুশফিকুর রহিম আর শরীফুলও পড়েছেন একই চোটে, যে কারণে এবাদতকে জিম্বাবুয়েতে উড়িয়ে নেওয়া হয়েছে।