স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টের পর ওয়ানডে সিরিজ হেরে বাংলাদেশ দলের মনোবল একেবারেই তলানিতে। তাই অন্তত শেষ ম্যাচটি জিতে দুরাবস্থা থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছেন, আত্মবিশ্বাস ফিরে পেতে হলে এই ম্যাচটিতে জয়ের বিকল্প নেই।
এ ব্যাপারে ডোনাল্ড বলেন, ‘এই ধরনের অবস্থার মধ্য দিয়ে যে কোনো দলই যেতে পারে। তবে এই ম্যাচটি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ ও ঘুরে দাঁড়ানো কতটা জরুরি।’
বাংলাদেশ দলের বোলিং কোচ আরও বলেন, ‘আমরা সিরিজ হেরে গেছি, তারপরও এই ম্যাচে অনেক কিছু আছে। আত্মবিশ্বাস ফিরে পেতে জয়ের বিকল্প নেই। অবশ্য জিম্বাবুয়ে দারুণ খেলেছে। সিকান্দার রাজা ও চাকাভা দারুণ সাফল্য পাচ্ছে। সাফল্য পেতে হলে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’
হোয়াইটওয়াশ এড়াতে হলে এই ম্যাচে বাংলাদেকে জিততেই হবে। ওয়ানডে ফরম্যাটের ইতিহাসে এর আগে দুবার জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হয় লাল-সবুজের দল। ২০০১ সালে প্রথম দুটি দ্বিপাক্ষীয় সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল।
চলমান সিরিজের আগে ১৮টি সিরিজ খেলেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর মধ্যে ১২টিতে জিতেছে বাংলাদেশ, আর জিম্বাবুয়ে সাতটিতে।
ওয়ানডের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরছিল বাংলাদেশ। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৮০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫০টিতে জিতেছে টাইগাররা।