হাতে বাকি নেই খুব বেশি দিন। আর কদিন বাদেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই আসরে বড় কিছু আশা না করতে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
ইএসপিএনক্রিকইনফোকে সাকিব বলেন, ‘আমাদের জন্য (এশিয়া কাপের ফাইনালে ওঠার কথা ভাবা) কঠিন। গত দেড় বছরে আমরা যা করেছি, তার থেকে যদি আমরা কিছুটা উন্নতি দেখাতে পারি তাহলে সেটা হবে একটি অর্জন। আমাদের সুপার ফোরে জায়গা করে নেওয়া উচিত।’
সর্বশেষ এবং একমাত্র এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। কিন্তু দলের সাম্প্রতিক ফর্ম ভালো না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দশটি ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে।
এ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের ক্রিকেট খেলার ধরণ পরিবর্তন করতে হবে না। তবে আমাদের সামর্থ্যকে কাজে লাগাতে হবে। আমি বিশ্বাস করি এই দলটি যথেষ্টই ভালো। তবে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। আমাদের জিততে হবে, তা না পারলে পিছিয়ে পড়ব আমরা।’
এশিয়া কাপ জয়ের প্রত্যাশা না করে আগামী চার বছরে এই ফরম্যাটে উন্নতি নিয়ে প্রত্যাশা করা উচিত বলে মনে করেন সাকিব, ‘আমরা চাই উন্নতির গ্রাফ বাড়ুক। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে না পারলেও এটিকে সাফল্য ধরা যায় না। আমাদের অবশ্যই ধারাবাহিক উন্নতির দিকে মনোযোগ দিতে হবে, যাতে আমরা ২০২৪ এবং ২০২৬ সালের বিশ্বকাপে সেরা দল হতে পারি।’
বাংলাদেশের ব্যাটিং ইউনিট সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টে ফরম্যাটে উদ্বেগজনক খারাপ করছে। জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি ২-১ ব্যবধানে বিপর্যস্ত হয়েছে।
দলের ফিল্ডিং নিয়ে সাকিব বলেন, ‘ফিল্ডিং অবশ্যই একটি উদ্বেগের বিষয়। আমার মনে হয় না আমরা কখনোই ভালো ফিল্ডিং ইউনিট হয়েছি। এটা হতাশাজনক। আমাদের যদি উন্নতি করতে হয় তবে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। ফিল্ডিং এমন একটি ক্ষেত্র যা আপনি রাতারাতি উন্নতি করতে পারেন, তবে যদি ভয় থাকে তবে এটি আপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’