শিক্ষার্থীদের নেওয়া ঋণ মওকুফে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঋণগ্রস্ত যেসব আমেরিকান শিক্ষার্থী বছরে ১ লাখ ২৫ হাজারের কম আয় করেন জনপ্রতি ১০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করা হবে। গত নির্বাচনি প্রচারণার সময় এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
যেসব শিক্ষার্থীর আর্থিক অবস্থা খুবই দুর্বল তারা ‘পেল গ্রান্টস’ সুবিধার অধীনে ঋণ পায়। এক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফও করা হবে। শিগিগিরই বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করবেন প্রেসিডেন্ট বাইডেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৩ আগস্ট) বাইডেন টুইট বার্তায় বলেন, ‘বহু শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারকে ২০২৩ সালের জানুয়ারি থেকে আবার শিক্ষা ঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হবে। ফলে তাদের ওপর ঋণের চাপ কমিয়ে স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আমার প্রশাসন শিগগিরই একটি পরিকল্পনা ঘোষণা করবে।’
বাইডেনের এমন ঘোষণায় স্বাগত জানিয়েছে অনেকে। তবে ঋণ মওকুফ করার ফলে মুদ্রাস্ফীতি বেড়ে যাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত প্রায় ৪ কোটি ৩০ লাখ মার্কিন নাগরিকের ওপর রয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি মার্কিন ডলারের শিক্ষা ঋণ।