বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

যুক্তরাজ্যে জ্বালানির দাম ৮০ শতাংশ বৃদ্ধি

যুক্তরাজ্যে জ্বালানির দাম ৮০ শতাংশ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাজ্যে দৈনন্দিন জীবনযাপনের ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। সর্বশেষ বিদ্যুৎ ও গ্যাসের দাম ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

যুক্তরাজ্যের সরকারি বিদ্যুৎ ও গ্যাসের বিপণন সংস্থা-অফজেম আজ শুক্রবার জানায়, সরবরাহকারীদের সঙ্গে নির্দিষ্ট চুক্তি নেই, এমন গ্রাহকদের বার্ষিক বিল এক হাজার ৯৭১ পাউন্ড থেকে বাড়িয়ে গড়ে তিন হাজার ৫৪৯ পাউন্ড ধার্য করা হবে। আগামী অক্টোবর থেকে এটি কার্যকর হবে।

বিশ্বব্যাপী পাইকারি গ্যাসের দামের ক্রমাগত বৃদ্ধির কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় অফজেম। মহামারি করোনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ধীরে ধীরে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়াকেই জ্বালানি মূল্য রেকর্ড বৃদ্ধির জন্য দায়ী করছে অফজেম।

শুক্রবার অফজেমের পরিচালক জোনাথন ব্রিয়ারলি বলেন, ‘আমরা জানি, এই মূল্যবৃদ্ধি যুক্তরাজ্যজুড়ে পরিবারে ব্যাপক প্রভাব ফেলবে এবং গ্রাহকদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি নিয়মিত গ্রাহকদের সঙ্গে কথা বলি এবং আমি জানি যে আজকের খবর অনেকের জন্য খুবই উদ্বেগজনক হবে। তবে আমরা বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিয়েছি।’

জ্বালানি মূল্য বৃদ্ধির ঘোষণার পরপরই দাতব্য সংস্থাগুলো উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছে, আর্থিকভাবে চাপে থাকা পরিবারগুলো বছরের পর বছর ধরে সবচেয়ে খারাপ ক্রিসমাসের একটির মুখোমুখি হবে৷

১৯৮২ সাল থেকে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হারে ভুগছে যুক্তরাজ্য। মুদ্রাস্ফীতি এরই মধ্যে ১০ শতাংশের ওপরে এবং বর্ধিত জ্বালানি মূল্যে কারণে আগামী মাসগুলোতে ১৩ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে৷

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech