সামর্থ্যের বিচারের দুই দলই প্রায় সমান। রেকর্ড বাংলাদেশের বিপক্ষে। এই সমীকরণে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। আর এই ম্যাচের প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে লাল-সবুজের দলের মেয়েরা।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় দুই দল লড়াইয়ে নামে। বাংলাদেশ ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় শামসুন নাহার জুনিয়রের গোলে। ৪২ মিনিটে কৃষ্ণা রানী সরকার দ্বিতীয় গোল করেন।
অবশ্য দুই দলই এর আগে কোনো আসরে শিরোপার স্বাদ পায়নি। পুরো আসরেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। আর সেমিফাইনালে ৮-০ গোলে ভুটানকে বিধ্বস্ত করে। সেমি থেকে নেপাল বিদায় করে দিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে।
এর আগে নেপাল চারবার এবং বাংলাদেশ একবার ফাইনাল খেলেছে। প্রতিবারই তারা হেরেছে ভারতের কাছে।
সাফে এর আগে তিনবার মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। দুইবার সেমিফাইনালে এবং একবার গ্রুপ পর্বে। তিনবারই হারে বাংলাদেশ।
২০১০ সালে সেমিফাইনালে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আর ২০১৪ সালে সেমিফাইনালে ১-০ গোলে এবং ২০১৯ সালে গ্রুপ পর্বে ৩-০ গোলে হারে বাংলাদেশ। তাই এটি সাবিনাদের জন্য প্রতিশোধের ম্যাচও বলা যেতে পারে।