রাজাপুর ॥ “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানে ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা, দর্জি বিজ্ঞানে নারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ, যুব উন্নয়ন কর্তৃক উপজেলায় রেজিষ্ট্রেশন কৃত পাঁচটি যুব ক্লাবে মোট ১ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ ও বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোহাগ হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আল আমিন বাকলাই এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি আসলাম হোসেন মৃধা, সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মেদ কামাল, নারী জয়িতা হেলেনা বেগম ও আল আমিন মীর সহ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ও যুব নারীরা উপস্থিত ছিলেন।