বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

আবার অবনমন সাকিবের

আবার অবনমন সাকিবের

স্পোর্টস ডেস্ক :

সম্প্রতি টি–টোয়েন্টির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। অথচ অল্প কিছু দিনের মধ্যে শীর্ষস্থান হারালেন বাংলাদেশ অধিনায়ক। দুইয়ে নেমে গেছেন তিনি।

আজ বুধবার হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। টি–টোয়েন্টিতে সাকিবের রেটিং এখন ২৪৩। আগে ছিল ২৪৮।

আবার এক নম্বরে উঠে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তাঁর রেটিং পয়েন্ট ২৪৬।

এদিকে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ভারতের সূর্যকুমার যাদব দুই নম্বরে উঠে গেছেন। আরও এক ধাপ নিচে নেমে তৃতীয় স্থানে চলে গেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের রেটিং পয়েন্ট ৭৯৯ আর সূর্যকুমার ৮০১। শীর্ষে থাকা রিজওয়ানের পয়েন্ট ৮৬১।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর ১১০*, ৮ এবং ৩৬ স্কোর করেন। মোহাম্মদ রিজওয়ান তিন ম্যাচে ৮৮*, ৮ এবং ৮৮ রান করেন।

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে  হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে জশ হ্যাজেলউড শীর্ষে আছেন। তার পর আছেন তাবরেজ শামসি, আদিল রশিদ, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাডাম জাম্পা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech