মাঝখানে কয়েক ঘণ্টা বাকি, এর পরই মাঠে গড়াবে নারী এশিয়া কাপ ক্রিকেট। বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা বাংলাদেশ আসরের অন্যতম ফেভারিট। গতবারের চ্যাম্পিয়ন তারা। স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে কাল শনিবার মাঠে গড়াচ্ছে এশিয়ার নারী ক্রিকেটের সেরা আসরটি।
পুরো আসরটি বসছে সিলেটে। প্রায় চার বছর পর নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৮ সালে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ দল। এরপর করোনার কারণে আয়োজন হয়নি আসরটি।
এশিয়ার সাতটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেবে। স্বাগতিক বাংলাদেশসহ এবারের আসরে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে। এরপর টেবিলের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। দুটি সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। ফাইনাল হবে ১৫ অক্টোবর।
মোট ২৪ ম্যাচের নয়টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এশিয়া কাপের বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহালি আক্তার।