বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বুর্জ খলিফা কে ছাড়িয়ে যাবে  জাপানের স্কাই মাইল টাওয়ার

বুর্জ খলিফা কে ছাড়িয়ে যাবে  জাপানের স্কাই মাইল টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক :
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের ‘বুর্জ খলিফা’। তবে এই আকাশচুম্বী অট্টালিকাকে ছাড়িয়ে যাবে  জাপানের ‘স্কাই মাইল টাওয়ার’! ‘বুর্জ খলিফা’র উচ্চতা ২৭১৬ ফুট (প্রায় অর্ধ-মাইল)।

জাপান জানিয়েছে, তাদের নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ার এই উচ্চতাকেও ছাড়িয়ে যাবে! এর উচ্চতা হবে এক মাইলের বেশি (৫,৫৭৭ ফুট)! ২০৪৫ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে এই স্কাই মাইল টাওয়ারের।

স্কাই মাইল টাওয়ারকে টোকিও বে-তে একটি মিনি-সিটি হিসেবে গড়ে তোলা হবে। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘নেক্সট টোকিও’।  সবচেয়ে উঁচু অট্টালিকার পাশাপাশি ‘নেক্সট টোকিও’তে থাকবে মনুষ্যনির্মিত, হেক্সাগন আকৃতির কিছু দ্বীপ, যেগুলো জাপানের রাজধানী টোকিওকে বন্যাপ্লাবিত হওয়া থেকে প্রতিরোধ করবে এবং সেখানে আশ্রয় নিতে পারবেন প্রায় ৫ লাখ মানুষ। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের তৈরি উচ্চগতিসম্পন্ন ট্রানজিট সিস্টেম, হাইপারলুপের মাধ্যমে তাদের সংযুক্ত করা যাবে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

স্কাই মাইল টাওয়ারের স্থপতি হলেন কোন পেডারসন ফক্স এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্ম লেসলি ই. রবার্টসন এসোসিয়েটস। সবচেয়ে বড় কথা তারা শুধু একটি কাঠামোর নকশাই করছেন না, বরং এই টাওয়ার হবে এমন একটি মিনি-সিটি (ছোটখাটো শহরের মতো) যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে পারবে।

নির্মাণাধীন স্কাই মাইল টাওয়ারে রয়েছে আরও অসংখ্য চমক! এ টাওয়ারে বসবাস করতে পারবেন ৫৫,০০০ মানুষ। গতানুগতিক পানির পাম্পের বদলে ভবনের সম্মুখভাগে বাইরের বায়ুমন্ডল থেকে পানি সংগ্রহ করে তা ফিল্টার করে সংরক্ষণ করা হবে এখানে।

আর্কিটেকচারাল ডাইজেস্ট আরও জানিয়েছে, স্কাই মাইল টাওয়ারে থাকবে মাল্টিলেভেল স্কাই লবি, যেখানে ভবনের বাসিন্দারা শপিং সেন্টার, রেস্টুরেন্ট, হোটেল, জিম, লাইব্রেরি ও হেলথ ক্লিনিকের সুবিধা পাবেন।

জলবায়ু সচেতনতাকে সঙ্গী করে গৃহীত ‘নেক্সট টোকিও ২০৪৫’ প্রজেক্ট এর মূল উদ্দেশ্য হলো একটি মেগা সিটি তৈরি করা, যেটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech