স্পোর্টস ডেস্ক :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ টানা দুই জয়ে নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার জয়ের পর, দ্বিতীয়টায় জয় পায় ভারত। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া।
ভারতের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯৯ রানে অলআউট করেছিল ভারত। শত রানের টার্গেটে খেলতে নেমে ১৯.১ বলেই জয় তুলেন শিখর ধাওয়ানের দল।
৭ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। অধিনায়ক শিখর ধাওয়ান ৮ রানে আউট হলেও শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
শুরুতে ব্যাট করতে নেমেই ধুঁকতে ধুঁকতে থাকে দক্ষিণ আফ্রিকা, থামে ৯৯ রানে। এই সংস্করণে ভারতের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন স্কোর, সব মিলিয়ে দলটির চতুর্থ সর্বনিম্ন।
এই বছরে দ্বিতীয়বার একশর নিচে গুটিয়ে গেল প্রোটিয়ারা। গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় থমকে গিয়েছিল ৮৩ রানে।
ভারতের বিপক্ষে তাদের আগের সর্বনিম্ন ছিল ১১৭, সেই ১৯৯৯ সালে নাইরোবির জিমখানা মাঠে চার দলের এলজি কাপে