আর কদিন বাদে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। সিরিজে একটি ম্যাচেও সাফল্য পায়নি দল। দু’একজন ব্যাটারের কিছু সফলতা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে লাল-সবুজের দল। দলের পরামর্শক শ্রীধরন শ্রীরাম মনে করেন, এখান থেকেও অনেক কিছু শেখার আছে।
সিরিজ শেষে শ্রীধরন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের দুটি সুযোগ ছিল। প্রথম ম্যাচে শেষ ১০ ওভারে আমরা ১০০ স্কোর করেছি। দ্বিতীয় ম্যাচেও তাই। তাই ছোট ব্যবধানে হেরেছি। তবে আমরা শিখতে পেরেছি।’
‘আপনি যদি ধারাবাহিকভাবে জিততে চান, একটি নির্দিষ্ট স্লট বা খেলোয়াড়ের ওপর নির্ভর করলে হবে না। পুরো দলকে সাফল্য পেতে হবে। আমাদের প্রত্যাক খেলোয়াড়কে আত্মবিশ্বাসী হতে হবে।’
বিশ্বকাপ দলের খেলোয়াড় পরিবর্তন সম্পর্কে বাংলাদেশ দলের পরামর্শক বলেন, ‘আমাদের এখনও সময় আছে (বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনার জন্য), আরও দুদিন আছে। অবশ্যই আলোচনা হবে।