প্রথমে ব্যাট করে ১১১ রান গড়ে সংযুক্ত আরব আমিরাত। লক্ষ্যটা বড় নয় নেদারল্যান্ডসের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লক্ষ্য টপকাতে কিছুটা বেগ পেতে হয়েছে ডাচদের। তারা জিতেছে তিন উইকেটে।
আজ রোববার প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে লড়াই জমিয়ে তুলে জয় পায় নেদারল্যান্ডস। এক বল হাতে রেখে জয় পায় তারা।
ছোট লক্ষ্যের জবাবে ৭৬ রান তুলতেই নেদারল্যান্ডস ছয় উইকেট হারিয়ে ফেলে। এক পর্যায়ে মনে হয়েছিল জেতা সম্ভব হবে না তাদের। ম্যাচের শেষ ওভার পর্যন্ত যায় লড়াই। শেষ পর্যন্ত জয় পায় ডাচরা।
১৯ বলে ১৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন এডওয়ার্ডস। ওপেনার ম্যাক্স ওয়াদুদ ১৮ বলে ২৩ রান করেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আরব আমিরাত। কার্দিনিয়া পার্কে ওপেনার মোহাম্মদ ওয়াসিম সর্বোচ্চ ৪১ রান করেন। তিনি খেলেন ৪৭ বল। তাঁর ইনিংসে একটি বাউন্ডারি এবং দুটি ছক্কার মার রয়েছে।
ওপেনার চিরাগ সুরি ২০ বল খেলে ১২ রান, কাশিপ দাউদ ১৪ বলে করেন ১৫ রান এবং ভৃত্য অরভিন্দ ২১ বলে করেন ১৮ রান।
নেদারল্যান্ডসের বোলার বাস ডি লিডি নেন তিন উইকেট। ফ্রেড ক্লাসেন পান দুই উইকেট। একটি করে উইকেট পান টিম প্রিঙ্গল ও রোয়েলফ ফন ডার মারউই।