মন্থর উইকেটে ব্যাট হাতে হতাশ করেছে শ্রীলঙ্কা টপ অর্ডার। অসি পেসারদের বিপরীতে রান তুলতে বেশ ভুগতে হয়েছে তাঁদের। তবে স্রোতের বিপরীতে ছিলেন চারিথ আসালঙ্কা। শেষদিকে তাঁর ব্যাটে চড়ে অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের টার্গেট দেয় লঙ্কানরা।
আজ মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান করেছে শ্রীলঙ্কা। দলের পক্ষে সবোর্চ্চ ৪০ রান করেন পাথুম নিশানকা।
পার্থ স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ৬ রানে প্যাট কামিন্সের এক্সট্রা বাউন্সে ধরাশায়ী হয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার মেন্ডিস ৫(৬)।
শুরুর ধাক্কা সামলে জুটি গড়েন পাথুম নিশানকা ও ধনাঞ্জয়া ডি সিলভা। যদিও অসি পেসারদের সামনে রান তুলতে ভুগছিলেন তারা। পাওয়ার প্লে তে শ্রীলঙ্কা তোলে মাত্র ৩৬ রান। এই জুটি থিতু হলেও স্কোর বাড়েনি। দুজনে মিলে গড়েন ৫৮ বলে ৬৯ রানের জুটি।
দলীয় ৭৫ রানে অ্যাগারের বলে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে ফেরেন সিলভা ২৬(২৩)। উইকেটে নেমেই চারিত আসালাঙ্কা রান রেট বাড়াতে সহায়তা করেন। লঙ্কানদের ৯৭ রানে পাথুম নিশানকা ৪০(৪৫) ও ১০৬ রানে ভানুকা রাজাপক্ষে ৭(৫) আউট হলে আবার রান রেট কমতে থাকে।
শেষ পর্যন্ত আসালাঙ্কার ব্যাটে চড়ে ১৫৭ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। তাই প্রথম জয়ের দেখা পেতে অসিদের করতে হবে ১৫৮ রান