একটা দলে অধিনায়ক কতটা প্রভাব ফেলতে পারেন, তা কারও অজানা নয়। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস। অধিনায়ক সাকিব আল হাসানের বুনে দেওয়া উজ্জীবনের বীজ গোটা দলে সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয়ে কেটেছে দেড় দশকের অপেক্ষা।
হোবার্ট থেকে সিডনিতে, আগামীকাল বৃহস্পতিবার নতুন মিশনে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচের আগের দিন, আজ আবার সংবাদ সম্মেলনে অধিনায়ক ছড়িয়ে দিলেন আগুনের তেজ। হোবার্টে সাকিব ছাড়া এর আগে কারোই খেলার অভিজ্ঞতা ছিল না। মাঠে তাসকিন, হাসান মাহমুদের বোলিং দেখে তা বোঝার উপায় ছিল না।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সাকিবেরও খেলার অভিজ্ঞতা নেই। সাকিব সেটিকেই সুযোগ হিসেবে আখ্যায়িত করলেন। আর পুনরাবৃত্তি করলেন পুরনো কথা টি-টোয়েন্টিতে সকলের পারফর্ম করার সুযোগ নেই। যারা সুযোগ পাবে, তারাই নায়ক হয়ে উঠবে। সিডনিতে নায়ক হওয়ার সুযোগ সবার সামনে।
দলের মধ্যে একটা বার্তা দিয়ে দিলেন সাকিব, ‘টি-টোয়েন্টি মেমোন্টামের খেলা। তা ধরতে পারলে দিন আমাদের। ছেলেদের উপর আমার আস্থা আছে। ওরা আগের ম্যাচে দেখিয়ে দিয়েছে। ভালো করার সুযোগ প্রত্যেকের সামনে উন্মুক্ত। ‘
আসর শুরুর আগ থেকেই সাকিব বারবার বলেছেন, এবার দারুণ কিছু করবে টাইগাররা। প্রথম দিন তার প্রতিফলন মাঠে ঘটেছে। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে দল হিসেবে আরও এক ধাপ উপরে উঠবে বাংলাদেশে, এমনটিই প্রত্যাশা করছেন অধিনায়ক।
সিডনিতে প্রায় ৬০ হাজার বাংলাদেশির বাস। তাই, প্রথম কাল প্রথমবার মাঠে নামলেও দর্শকের সমর্থন আর অধিনায়কের টোটকায় চমৎকার কিছুর আশায় বুক বাঁধা যেতেই পারে!