বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

প্রথম টুইটে কী বললেন ইলন মাস্ক?

প্রথম টুইটে কী বললেন ইলন মাস্ক?

আন্তর্জাতিক ডেস্ক :
টুইটার কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিজের জয় বৃহস্পতিবার নিশ্চিত করেন টেসলার সিইও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

টুইটারের মালিকানা নিজের হাতে নিয়ে , আজ প্রথম টুইট করেন ! এতে তিনি লিখেছেন, ‘পাখি এখন মুক্ত।’

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ‘টুইটার অধিগ্রহণের পরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির সিইও পরাগ আগারওয়ালসহ শীর্ষ চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন ইলন মাস্ক।

ঘটনার সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, চাকরিচ্যুত তিনজন হলেন টুইটারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেড সেগাল, সিএফও এবং আইন বিভাগের প্রধান বিজয়া গাড্ডে ও জেনারেল কাউন্সেল শন এজেট।

মাস্ক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে ‘বাক-স্বাধীনতাকে’ সর্বোচ্চ প্রাধান্য দিতে তিনি টুইটারের কন্টেন্ট বিষয়ক নীতিগুলো পুনর্বিবেচনা করবেন। বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার আরও বলেন, বারবার টুইটারের নিয়মকানুন ভঙ্গ করলে কোনো ব্যবহারকারীকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তের সাথেও তিনি একমত নন। কারণ এর ফলে বিতর্কিত টুইটার ব্যবহারকারীরা আবারও অন্য উপায়ে এই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে পারে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech