বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্ত চান ইমরান খান

সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্ত চান ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :
সেনাবাহিনীর করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেনাবাহিনী কিভাবে রাজনীকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রেসিডেন্টের কাছে এক চিঠিতে সেই প্রশ্নও তুলেছেন ইমরান খান।

গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানের ওপর বন্দুক হামলা হয়। হামলার ঘটনায় তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বারাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর মেজর জেনারেল ফয়সাল নাসিরকে দায়ী করেছেন।

তবে সেনাবাহিনী ইমরানের অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘দায়িত্বহীন’ বলে দাবি করেছে।

গত মাসে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান নাদিম আনজুম সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি ইমরান খানের বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলেন।

প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে চিঠিতে ইমরান খান বলেন, সামরিক আমলা কিভাবে রাজনীতিক নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। ক্ষমতার অপব্যবহার এবং আইনের লঙ্ঘনের জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান ইমরান খান।

তবে ইমরান খানের চিঠি নিয়ে প্রেসিডেন্ট কিংবা সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech