বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

শেষ ১৬র টিকিট নিশ্চিত করতে রাতে মাঠে নামছে নেইমারহীন ব্রাজিল

শেষ ১৬র টিকিট নিশ্চিত করতে রাতে মাঠে নামছে নেইমারহীন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :

যুদ্ধের ময়দান প্রস্তুত। অথচ দলের সেরা তারকা ছাড়া ময়দানে নামতে হবে ব্রাজিলকে। সেলেসাওদের অন্যতম স্তম্ভ নেইমার চোট পেয়েছেন যুদ্ধের শুরুতেই। ফলে ব্রাজিল কোচ তিতেকে নতুন করে সাজাতে হচ্ছে সুইস বদের পরিকল্পনা। দলে করা হচ্ছে একাধিক অদলবদল।

আজ রাত ১০টায় কাতারের দোহায় অবস্থিত স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে ব্রাজিল-সুইজারল্যান্ড। বিশ্বকাপের ২২তম আসরে ব্রাজিল রয়েছে ‘জি’গ্রুপে। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিতে শীর্ষে রয়েছে তিতের শিষ্যরা।

গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। সুইসরা জয় পেয়েছে ক্যামেরুনের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে হেরে তৃতীয় ক্যামেরুন ও চতুর্থ সার্বিয়া।

গত ২৪ নভেম্বর দিনগত রাতে সার্বিয়ার বিপক্ষে খেলার ৭৯ মিনিটে নেইমার ডান পায়ের গোড়ালিতে আঘাত পান। নেইমারকে প্রতিহত করতে গিয়ে সার্বিয়ার ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচ সরাসরি গোড়ালিতে আঘাত করেছিলেন সেদিন। এর কিছুক্ষণ আগে নেইমারের একই জায়গায় আঘাত করেছিলেন সার্বিয়ান মিডফিল্ডার নেমাঞ্জা গুদলেজ। সেজন্য রেফারি গুদলেজকে হলুদ কার্ডও দিয়েছিলেন।

তবে নিকোলার করা আঘাতে নেইমার গুরুতর আঘাত পান। তা দেখে তিতে উঠিয়ে নিয়েছিলেন নেইমারকে। মাঠ ছেড়ে সাইড বেঞ্চে গিয়ে বসে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন নেইমার। পরে জানা যায়, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না নেইমার।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech