বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দুশ্চিন্তায় বাংলাদেশ

দুশ্চিন্তায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ফুটবল হোক বা ক্রিকেট, চোট যেন খেলার গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হয়ে উঠছে। চোটের কারণে ছিটকে পড়ছেন খেলোয়াড়েরা। তাতে বদলে যাচ্ছে দলের পরিকল্পনা। কখনও দলকে পড়তে হচ্ছে বিপদে। বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা এখন এমনই। আসন্ন ভারত সিরিজের আগেই চোট পেয়েছেন তামিম ইকবাল। এবার চোটের তালিকায় যুক্ত হলেন পেসার তাসকিন আহমেদ।

সিরিজ উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছে ভারতীয় দল। আগামীকাল শুক্রবার শুরু হবে তাঁদের অনুশীলন। ভারত-বাংলাদেশ সিরিজে থাকছে তিন ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ। আগামী ৪ ও ৭ ডিসেম্বরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি ওয়ানডে এবং ১০ ডিসেম্বর চট্টগ্রামে হবে তৃতীয় ওয়ানডে।

এরপর প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৪ ডিসেম্বর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুর হবে ২২ ডিসেম্বর থেকে, ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।

সিরিজের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ এসেছে। প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ পরীক্ষা শেষে জানা যাবে চোট গুরুতর কি না। তবে দলের অন্যতম পেসার তাসকিন আহমেদের চোট নিয়ে শঙ্কিত বাংলাদেশ।

গতকাল নিজেদের মধ্যে খেলার প্রস্তুতি নিতে গিয়ে পিঠে চোট পেয়েছেন তাসকিন। এর আগে পিঠের চোটের কারণে বিসিএলে প্রথম রাউন্ড বাদে বাকি ম্যাচে খেলতে পারেননি তিনি। নিয়েছিলেন বিশ্রাম। কিন্তু নতুন করে চোটে পড়ায় ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাসকিনের খেলা হচ্ছে না, এটি মোটামুটি নিশ্চিত। শঙ্কা রয়েছে পুরো সিরিজ নিয়েও।

তাসকিনের বদলে ইতোমধ্যে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে দলে ডাকা হয়েছে। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে দারুণ বল করেছিলেন তাসকিন। তাই ভারত সিরিজে তাসকিনের অনুপস্থিতি পীড়া দিতে পারে ভক্তদের।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech